ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:১৬ পিএম

২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারি গ্রেপ্তার

রূপালী বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যারমধ্যে লালবাগ-তেজগাঁও থেকে সব থেকে বেশি ছিনতাইকারি গ্রেপ্তার হয়েছে।

রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি বলছে, গ্রেপ্তার সবাই পেশাদার ছিনতাইকারী ।

রাজধানীর মিন্টো রোডে ডাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

অতিরিক্ত কমিশনার বলেন, ঢাকার ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করছি। তাদেরকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুট পেট্রোল, গাড়িতে পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা এসব ছিনতাইয়ের কাজে অভ্যস্ত, তাদের আদালতে প্রেরণ করলে তারা অতি সহজেই জামিনে বের হয়ে আসছে এবং আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এসব ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় এজন্য আদালত বা সংশ্লিষ্টদের অনুরোধ করেন ডিএমপির এই কর্মকর্তা।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ থেকে ৮ জন, মতিঝিল বিভাগ থেকে ১৪ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, মিরপুর বিভাগ থেকে ৪ জন, উত্তরা বিভাগ থেকে ৮ জন ও গুলশান বিভাগ থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/এস

Link copied!