ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

দুর্নীতি নিয়ে অভিযোগ, যা বললেন টিউলিপ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৯:৩৯ এএম

দুর্নীতি নিয়ে অভিযোগ, যা বললেন টিউলিপ

ছবি: সংগৃহীত

২০০৪ সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ বছর দুয়েক আগে। এমনকি এ নিয়ে রিপোর্ট করলে সাংবাদিকদের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সম্প্রতি এসব নতুন করে সামনে আসায় তার ওপর বাড়ছে রাজনৈতিক চাপ।

তার দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মুখে তদন্তের আহ্বান জানালেন টিউলিপ।  সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। খবর দ্য গার্ডিয়ানের।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কি না সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি, যার অনেক কিছুই সঠিক নয়। যেখানে আমার আর্থিক ও আমার পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে।

তিনি আরও লেখেন, ‘আমি একদম স্পষ্ট যে আমি কিছু ভুল করিনি। যাইহোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত করবে মন্ত্রী-আমলাদের দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা সরকারের নৈতিক ইস্যু বিষয়ক উপদেষ্টাদের একটি স্বাধীন দল।

সোমবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ। টিউলিপ এবং তদন্ত প্রক্রিয়ার ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেনবাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ বছর দুয়েক আগে। এমনকি এ নিয়ে রিপোর্ট করলে সাংবাদিকদের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সম্প্রতি এসব নতুন করে সামনে আসায় তার ওপর বাড়ছে রাজনৈতিক চাপ।

আরবি/জেআই

Link copied!