ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:২৬ পিএম

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় রউফ নামে এক যুবক হত্যা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জাকির হোসাইন এই আদেশ দেন।

এর আগে, শফিউল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন রিমান্ড আবেদন করা হয়। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরবি/জেআই

Link copied!