ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

জুলাই-আগস্টে গণহত্যায় কামরুল ও আমু গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১২:১২ পিএম

জুলাই-আগস্টে গণহত্যায় কামরুল ও আমু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে চলা গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে। এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে এজলাসে পাঠায় পুলিশ।

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়রকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।

আরবি/জেআই

Link copied!