ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীতে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০২:৪৯ পিএম

রাজধানীতে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

রাজধানীর দারুসসালাম এলাকায়  মো. রইস ব্যাপারী (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত অবস্থায় ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যবসায়ীর ভাতিজা মোহাম্মদ সায়েদ জানান, আমার চাচা মাংস ব্যবসায়ী। সকালের দিকে বাসা থেকে রিকশাযোগে গাবতলীর হাটে গরু কেনার জন্য যাচ্ছিল। টেকনিক্যাল পাম্প এলাকায় ৩/৪ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে ডান পায়ে গুলি করে তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সঙ্গে থাকা স্মার্টফোনটি নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন । তিনি মিরপুরের কল্যাণপুর নতুন বাজার এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দারুস সালাম টেকনিক্যাল পাম্প এলাকা থেকে এক মাংস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জানতে পেরেছি ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

আরবি/জেআই

Link copied!