ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

জ্বিন দিয়ে গর্ভধারণের প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:২৯ পিএম

জ্বিন দিয়ে গর্ভধারণের প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

ছবি: রূপালী বাংলাদেশ

সন্তানহীন দম্পতিকে জ্বিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আলামিন মিয়া নামের একজনকে গ্রেপ্তার  করেছে সিআইডি। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, শান্তা (ছদ্মনাম) নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বিনের মাধ্যমে সন্তানধারণের বিজ্ঞাপন দেখে প্রতারকদের ফাঁদে পড়েন। বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয় দেখানো হয়। পরে বিষয়টি বুঝতে পেরে শান্তা থানায় মামলা করেন।

আলামিন মিয়া প্রতারণার কথা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!