ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৯:০০ এ এম

অনলাইন সংস্করণ

অবশেষে রানের দেখা পেলেন শান্ত

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে একের পর এক ব্যর্থ হচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । অবশেষে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে রান পেলেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি ছোঁয়ার ৯ রান আগে বিদায় নিতে হয়েছে তাকে। শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত ৩৬ বলে ৪১ রান করেন তিনি।

অ্যান্টিগায় সুপার এইটের এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলির পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে।

ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। একই চিত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে। কোনো রান করার আগেই মিচেল স্টার্কের বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন শান্ত। যদিও লিটনের ইনিংস ছিল বেশ ধীর। রানের চাপে পড়েই অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ট হন এই ওপেনার (২৫ বলে ১৬)। 

লিটনের আউটের পর এদিন রিশাদকে চারে নামায় বাংলাদেশ। ক্যারিয়ারে এর আগে সাতের ওপরে ব্যাটিং করেননি রিশাদ। তবে তাকে নিয়ে জুয়া কাজে লাগেনি। ২ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়েছেন। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান করে বাংলাদেশ। 

শুরুটা দারুণ করলেও শান্তর ইনিংস আস্তে আস্তে ধীরগতির হয়ে আসে। ব্যাটিংয়ে যখন ধার বাড়াতে যাবেন বাংলাদেশ অধিনায়ক, তখনই ফিরলেন সেই জাম্পার বলে। ৩৬ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪১ রান করেন তিনি।  

মন্তব্য করুন