আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৮:১৬ পিএম

অনলাইন সংস্করণ

আদমদীঘিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ১৯পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম (৩২) ও রাব্বী (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩১ মে) রাতে আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামে মাদক বিক্রি করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার কাটরাশহিন গ্রামের জামাল উদ্দীন প্রমানিকের ছেলে নাজমুল ইসলাম ও আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রাব্বানী ওরফে রাব্বী।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আছাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই গ্রামের গোলাম রাব্বানী ওরফে রাব্বী ও রানীনগর উপজেলার কাটরাশহিন গ্রামের নাজমুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার
করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃত দুই জনকে আদালতে পাঠানা হয়েছে।

মন্তব্য করুন