আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ১০:১৭ পিএম

অনলাইন সংস্করণ

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ জুন) রাতে উপজেলার চাঁপাপুর কয়াকুঞ্চি হইতে আবাদপুকুরগামী রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিস্বর এলাকার মৃত মান্নানের ছেলে শহিদুল ইসলাম (২৪) ও একই জেলার রাণীনগর উপজেলার কয়াকুঞ্চি পানিয়ালপাড়া মৃত মোজাম্মেল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩২)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর কয়াকুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবাদপুকুরগামী সড়কের ফাঁকা একটি  স্থানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয় ।

এসময় তাদের কাছে থেকে চোরাই একটি ব্লু রঙের রেজিস্ট্রেশন বিহীন ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন