বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০৫:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ঈদের আগেই ব্যাংকের ৩০ লাখ টাকা লুট

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুটের ঘটনা ঘটেছে। ঈদের আগে এমন ঘটনায় শঙ্কিত বিভিন্ন ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বগুড়া শহরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় লুটের ঘটনা পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এর আগে বুধবার রাতে ভবনের ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট করে। ব্যাংক ম্যানেজার শাহরিয়ার হাবিব বিষয়টি নিশ্চিত করেন। 

দ্বিতল ভবনের উপর তলায় ব্যাংকের শাখা। সেখানে ম্যানেজারসহ দুইজন কর্মকর্তা এবং দুই কর্মচারিসহ চারজন কর্মরত আছেন। ব্যাংক ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। রাতে সেখানে নৈশ্য প্রহরীও ছিলেন না। ওই ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায় বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানান, ব্যাংকের কর্মকর্তাদের এবং ভবন মালিককে জিজ্ঞাসাবাদ করলে টাকা উদ্ধারের পথ সুগম হবে। ঈদকে সামনে রেখে এ ঘটনাটি ঘটানো হয়েছে। ভবনে ব্যাংকের শাখা থাকলেও নৈশ্য প্রহরী নেই কেন! এ মন্তব্য স্থানীয়দের। ব্যাংক লুটের ঘটনায় গ্রহকরা তাদের জমানো টাকা নিয়ে শঙ্কায় আছেন। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার মাটিডালি এলাকার আইএফআইসি ব্যাংকের উপ-শাখার সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

মন্তব্য করুন