কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ২ মে, ২০২৪, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজারে কৃষকদের মাঝে ৬৮ লাখ টাকা জামানতবিহীন ঋণ

ছবি: রূপালী বাংলাদেশ

অর্থের অভাবে কৃষকদের ফসল উৎপাদন কোনোভাবেই যেন ব্যাহত না হয় সেজন্য কক্সবাজার জেলার কৃষকদের মাঝে প্রকাশ্যে ৬৮ লাখ টাকা জামানতবিহীন কৃষি ঋণ বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক। ২রা মে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে এনআরবিসি ব্যাংক কক্সবাজার এরিয়ার উদ্যোগে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোর প্রধান কারিগর হলো এদেশের কৃষক। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি উৎপাদন বাড়ায় বলে এ দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 

এনয়ারবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক আব্দুল আহাদ, কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদ হাসান) ও জনতা ব্যাংক কক্সবাজার ম্যানেজার শোয়াইবুল ইসলাম। 

এনআরবিসি ব্যাংক এর কক্সবাজার ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল হায়দার চৌধুরী সোহেলের পরিচালনা অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন জেলার এনআরবিসি ব্যাংকের সুবিধাভোগী জেলার বিভিন্ন খামারী ও কৃষক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এদেশের কৃষক। তারাই দেশের প্রধান নায়ক। কৃষকদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনাবলীর আলোকে দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর পরামর্শ দেন। 

 

মন্তব্য করুন