কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ২ মে, ২০২৪, ০১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজারে বজ্রপাতে দুই লবণ চাষী নিহত

ছবি সংগৃহীত

কক্সবাজারে বৃহস্পতিবার সকালে স্বস্তির বৃষ্টি আর বজ্রপাতে দুই লবণ চাষীর মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকায় এঘটনা ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার জমিরের ছেলে দিদারুল ইসলাম (৩৫) ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকার জামালের ছেলে মোঃ আরমান (২৫)।

তারা দুইজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

রাজাখালীর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার জানান, বুধবার রাতে প্রচুর বজ্রপাত হয়। ভোরেও বজ্রপাত অব্যাহত থাকে।  বৃষ্টিতে লবণমাঠ ক্ষতিগ্রস্ত হলে চাষি আরমান তা পরিচর্যা করতে যায়। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মগনামার কোদাইল্যাদিয়ায় সকালে দিদার লবণ মাঠ পরিচর্যা করতে গেলে হঠাৎ বজ্রঘাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন