মোয়াজ্জেম সাজু, কানাডা

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ১২:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

কানাডায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি রূপালী বাংলাদেশ

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি, চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় নারীরা হলেন সমাজের অন্যতম পরাশক্তি।

সুস্থ-নিরপেক্ষ সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি দেশ এবং প্রবাসে নারীরাও প্রতিনিয়ত কাজ করে চলেছেন। মন্ট্রিয়ালের পার্ক এক্স এলাকার সালাথিন রেস্টুরেন্টে নারি দিবস উপলক্ষ্যে একত্রিত হয়েছিলেন প্রবাসী নারীরা। ইসরাত আলমের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, রুমি জাকিয়া, ইলোরা, লেখিকা শামীমা কালাম, রাবেয়া হোসেন, বিভা নাজনীন, সুরাইয়া মুনা, শাম্মী, লাকী শারমীন লাবনী আফরোজা খন্দকার তিতিনা তন্নু।

হাজার হাজার মাইল দূরে এসে তারা দাঁপিয়ে যার যার কর্ম পরিচালনা করছেন। 

সংসার থেকে কর্মক্ষেত্রে, মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্রে সব জায়গাতেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন নারীরা।

বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছেন প্রবাসে কর্মরত নারী কর্মীরা।

আন্তর্জাতিক নারী দিবস। সমাজের অবিচ্ছেদ্য অংশ, পরিবার, সমাজ ও জাতি গঠন ও উন্নয়নে নারীর ভূমিকাকে সম্মান জানাতে পালিত হয় এই বিশেষ দিন। প্রতিটি ক্ষেত্রেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন তারা। 

নারী শক্তির বিকাশ ও সমাজে নারীদের সুস্পষ্ট অবস্থান তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে “আন্তর্জাতিক নারী দিবস”।

মন্তব্য করুন