ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ১২:০২ পিএম

অনলাইন সংস্করণ

কিউইদের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে রশিদ খানের দল। যা টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের বিপক্ষে তাদের প্রথম জয়। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ সি-তে শীর্ষ স্থানও দখলে নিয়েছে আফগানরা। 

১৬০ রানের লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করতে মূল অবদান পেসার ফজল হক ফারুকির। প্রথম বলেই ফিন অ্যালেনের স্টাম্প উপড়েছেন। তার পর কনওয়েকেও (৮) বিদায় দিয়েছেন তিনি। তার আঘাতেই ২৮ রানে ৩ উইকেট হারিয়ে পুরোপুরি বিপদে পড়ে যায় কিউইরা। ফারুকির পর কিউইদের বিধ্বস্ত করতে বাকি অবদান রশিদ খানের। অবস্থা এমন দাঁড়ায় যে, ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আর দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ স্কোর বলতে গ্লেন ফিলিপসের ১৮। তাছাড়া ডাবল ডিজিটে রান তুলতে পেরেছেন শুধু ম্যাট হেনরি। অধিনায়ক কেন উইলিয়ামসনও ৯ রানে রশিদের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৭৫ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করতে ফারুকি ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন। সমসংখ্যক রানে ৪ উইকেট নিয়েছেন রশিদ খান। দুটি নিয়েছেন মোহাম্মদ নবী।

শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৪.৩ ওভারে যোগ করেছেন ১০৩ রান। এই জুটিই মঞ্চ গড়েছে। উগান্ডার বিপক্ষেও দুই ওপেনার ১৫৪ রান যোগ করেছিলেন। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম টানা দুই ম্যাচে শতরানের জুটি গড়ার কীর্তি গড়েছেন তারা। শুরুতে প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৫৫ রান যোগ করা দলটি পরের দশ ওভারে ৬ উইকেটে ১০৪ রান যোগ করেছে। ওয়ার্ম আপ খেলতে রাজি না হওয়া নিউজিল্যান্ডের বাজে ফিল্ডিংও তাদের সহায়তা করেছে। ফিফটি করা গুরবাজ ৫৬ বলে ৮০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও ছিলেন তিনি।  তাতে ছিল ৫টি চার ও ৫টি ছয়। জাদরান ৪১ বলে করেছেন ৪৪ রান। তাছাড়া ওমরজাই ১৩ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন।    

কিউইদের হয়ে ২২ রানে দুটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ৩৭ রানে দুটি নিয়েছেন ম্যাট হেনরি। একটি নিয়েছেন লকি ফার্গুসন। 

মন্তব্য করুন