মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ১২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

গজারিয়ায় আ. লীগের সভাপতিকে হারিয়ে সম্পাদকের জয়

মনসুর আহমেদ খান জিন্নাহ। ছবি: রূপালী বাংলাদেশ

প্রথম ধাপের অনুষ্ঠিত গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে মনসুর আহমেদ খান জিন্নাহ। পুরুষ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে মোসা মিনারা আক্তার। আজ রাত ৮ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। 

এবার গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন চারজন প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এদের মধ্যে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুর আহমদ খান জিন্নাহ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিক মো. আমিরুল ইসলামকে ২০ হাজার ৯৬৬ ভোট বেশি পেয়ে পরাজিত করেন। সে ভোট পেয়েছে ৪৪ হাজার ৫৩৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি মো. আমিনুল ইসলাম (আনারস) ২৩ হাজার ৫৫৯। অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু (টিউবওয়েল) ৩০ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ হোসেন মনির (তালা) ২৩ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। 

এছাড়া ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোসা মিনারা আক্তার। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরুননেসা উত্তরা (কলম) পেয়েছে ২০ হাজার ছিলেন ২০ হাজার ৭০২ ভোট পেয়েছেন।

এবার গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন চারজন প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

মন্তব্য করুন