রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৪, ০২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

রূপালী বাংলাদেশের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান বন্ধ হবে না

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: রূপালী বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলছেন, কোন প্রকার চাপের মুখে অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান বন্ধ হবে না। চলতে দেয়া হবে না অবৈধ হাসপাতাল-ক্লিনিক।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর জেনেভা ও লন্ডন সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদক সংবাদ সম্মেলনে জানতে চান "হঠাৎ অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান বন্ধ হয়ে গেলো কেন, মাননীয় মন্ত্রী.. আপনি কোন চাপে আছেন কী-না? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমি কোন চাপে নেই। চাপ দিয়ে আমাকে আটকানো যাবে না।

অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান বন্ধ হয়নি, হবেও না। আমরা শুধু  তাদের শুদ্ধ হতে একটু সময় দিয়েছি। এই সময়ে বৈধ কাগজপত্র করতে ব্যর্থ হলে তারা ছাড় পাবে না। অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন