ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ০৯:০২ পিএম

অনলাইন সংস্করণ

টপ অর্ডারদের ফর্মে ফেরা জরুরি: হাতুরুসিংহ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচেই রান করতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। তারপরও তিন ম্যাচে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। খারাপ সময়ে দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহকে পাশে পাচ্ছেন তারা। লংকান এ কোচের বিশ্বাস, ফর্মে ফিরবেন শান্ত-লিটনরা।

সুপার এইটে বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই শান্তর ফর্ম নিয়ে প্রশ্ন আসে। উত্তরে হাতুরুসিংহে বলেছেন, ‘কেবল শান্ত নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে। কারণ, এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। টপ অর্ডারদের ফর্মে ফেরা জরুরি।’

বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। যার ফলে শুরুর ২-৩ জন্য ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’

শান্তর রানে ফেরা নিয়ে টাইগারদের কোচ বলেছেন, শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার। কারণ, সে দারুণ একজন খেলোয়াড়। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। আমি নিশ্চিত কন্ডিশন পক্ষে থাকলে সে যেকোনো ম্যাচেই ফিরে আসতে পারবে।

মন্তব্য করুন