ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১ মে, ২০২৪, ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের ২ উপজেলায় ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

ছবি সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং রানীশংকৈল উপজেলায় ভাইস চেয়ারম্যান  পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উল্লেখিত প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

সদর ও রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের  রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সলেমান আলী গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিষয়টি  নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন  ৫জন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় নেমেছেন।তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান পুত্র রওশনুল হক তুষার।


ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩জন।তারা হলেন-বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও রুহিয়া ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।


এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য হুসনে আরা বেগম ও রুহিয়া থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক  সদস্যা হালিমা বেগম। বর্তমানে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।

তারা হলেন-সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবি আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা।


জেলার রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন।উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন।

তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব।


ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রশান্ত বসাক।


বর্তমানে প্রতিদ্বন্দিতা  করেছেন  ৫জন।তারা হলেন-বর্তমান উপজেলা  ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা,উপজেলা কৃষকলীগের  সভাপতি মো: বাবর আলী,সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: রমজান আলী,বিএনপি নেতা হযরত আলী। 


এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা  করছেন-৪ জন।তারা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাহফুজা বেগম পুতুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও মোছা: সারমিন আক্তার ।
আগামী ২১ মে এই ২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন