রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ০৩:৪০ পিএম

অনলাইন সংস্করণ

তিস্তা প্রকল্প, সিদ্ধান্ত বাংলাদেশের: চীনা রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তায় কোন প্রকল্প হবে, সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে প্রাধান্য পাবে দুই দেশের কৌশলগত উন্নয়ন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রাজধানীতে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব) আয়োজিত আলোচনা সভায় তিস্তা প্রকল্প নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

চীনা রাষ্ট্রদূত জানান, তিস্তা নিয়ে বাংলাদেশের সব সিদ্ধান্তকে সম্মান জানায় চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে তার দেশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাংলাদেশের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করবে।

ইয়াও ওয়েন বলেছেন, রিজার্ভ সংকট মোকাবেলায় প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই সফরের মধ্য দিয়ে সেটির অগ্রগতি হবে বলে প্রত্যাশা। সেই সাথে বিশেষভাবে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। তবে, প্রত্যাবাসনে আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি আসিয়ানকেও ভূমিকা রাখতে হবে।

মন্তব্য করুন