নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৪, ০৫:০৯ পিএম

অনলাইন সংস্করণ

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে নাগেশ্বরীতে বিতর্ক প্রতিযোগিতা

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় নাগেশ্বরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় নাগেশ্বরী প্রশাসনিক স্কুল এন্ড কলেজ হলরুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাগেশ্বরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলাম খান।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী মহিলা কলেজের প্রভাষক নিতাই চন্দ্র মোহন্ত, চরবারোইতারি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এস.এম জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.শহিদুল ইসলাম। প্রতিযোগিতায় উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীগণ অংশ গ্রহণ করেন।

প্রথম পর্বে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীদের প্রতিপক্ষ হিসেবে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা এবং ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা নাগেশ্বরী দয়াময়ী একাডেমির প্রতিযোগিদের বিপক্ষে বিতর্কে অংশ নেন। এতে নাগেশ্বরী দয়াময়ী একাডেমির এবং রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা জয়লাভ করেন। এই দুই বিদ্যালয়ের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীদের পরাজিত করে নাগেশ্বরী দয়াময়ী একাডেমির প্রতিযোগীরা বিজয় অর্জন করে।

পরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম দুর্নীতি দমন  সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো.সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। এছাড়াও নাগেশ্বরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান মানিক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন