নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৪, ১১:১০ এ এম

অনলাইন সংস্করণ

নওগাঁয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ছবি সংগৃহীত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁয় প্রথম ধাপে তিনটি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার (৮এপ্রিল) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁ জেলার তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলছে আজ।

এবারে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৩ জন প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত নির্বাচনে জেলার বদলগাছী, ধামইরহাট, পত্নীতলা উপজেলার সর্বমোট ৩২ জন প্রার্থী তাদের ভোটের লড়াই করছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে তিনটি উপজেলায় মোট ৫লাখ ৩৭হাজার ১৬৯জন ভেটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এর মধ্যে পত্নীতলা উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ৮৯০জন, নারী ভোটার ১লাখ ১হাজার ৩০জন। ধামুইরহাট উপজেলায় পুরুষ ভোটার ৭৯হাজার ৬২৬জন, নারী ৭৯হাজার ৬১৮জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। এবং বদলগাছী উপজেলায় মোট পুরুষ ভোটারের সংখ্যা ৮৮হাজার ২২০জন, নারী ভোটার ৮৭হাজার ৭৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনটি উপজেলায় এবারে মোট ১৯১টি ভোট কেন্দ্রে ১৪০৭টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন চলছে।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রথম ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য রয়েছেন। এছাড়া কোন ধরেন অপ্রিতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশের টহল টিম ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের টহল টিম ও বিজিবি সদস্যরা কাজ করছেন। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ করতে পারবো।

মন্তব্য করুন