বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৪, ১১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জন-গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। কোভিড ১৯ ও নগর উন্নয়ন প্রকল্পের যৌথ অর্থায়নে ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ শুরু করায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) পৌর শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মোড় উপজেলা ভূমি অফিস থেকে বেলঘরিয়া মোড় পর্যন্ত ১৮২০ মিটার সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। তিনি চলমান উন্নয়নকাজ তদারকি করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী রায়হানুল ইসলাম, সহকারী প্রকৌশলী  মশিউর রহমান, অসীম চন্দ্র সরকার, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আবু সাইদ মিলন ও রফিকুল ইসলাম অপু প্রমুখ।

মন্তব্য করুন