রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৪, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ছয় দিন পর তৈমুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ আজ বৃহস্পতিবার উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুরহাটের পাশে এক ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। নিহত তৈমুর রহমান ধর্মগড় ইউনিয়নের চেংমারি গুচিয়া গ্রামের মো.কামালের পিতা। কামাল এ প্রতিবেদককে জানান, তৈমুর রহমান মানসিক প্রতিবন্ধী ছিলেন। ২৮ এপ্রিল শনিবার সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর পরিবার থেকে তার মেয়ের বাসায় খোঁজ নিয়ে জানতে পারে তিনি সেখানে যাননি, শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি। অবশেষে আজ ২ মে বৃহস্পতিবার রামপুরহাটের পাশে আমিরুল ইসলাম নামে এক কৃষক তার ভুট্টা ক্ষেতে সেচ দেয়ার সময় দুর্গন্ধ অনুভব করেন, কাছে গিয়ে দেখে মরদেহ, পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে থানায় অবগত করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন, এবং খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন এসে পরিচয় নিশ্চিত করেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের উদ্ধার করা হয়েছে। তৈমুর রহমান কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার বলা সম্ভব হবে।

মন্তব্য করুন