সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৪, ০৮:০১ পিএম

অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

ছবি: রূপালী বাংলাদেশ

সারা দেশের ন্যায় নারায়নগঞ্জের সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ পূর্ব ঘোষিত অনুযায়ী কর্মবিরতি পালন করেছে।

১ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ কর্মবিরতি পালন করেন কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

এসময় তারা বলেন, বাংলাদেশ পল্লি বিদ্যুৎতায়ন বোর্ড ও পল্লি বিদ্যুৎ সমিতি সমুহকে একীভূত করন-সহ চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরী নিয়মিত করতে হবে। কমকর্তা ও কর্মচারীদের বিভিন্ন হয়রানি, শোষণ নিপীড়ন বন্ধ করা সহ নিন্মমানের মালামাল ক্রয় করে সমিতির কর্মী ও গ্রাহক ভোগান্তি বন্ধ করতে হবে।

তারা বলেন, আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি  একমাত্র তিনি আমাদের আশ্বাস দিলে আমরা এ কর্মসূচি থেকে সরে আসবো,  নয়তো আমরা আরো কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো।

মন্তব্য করুন