রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৭:৩১ পিএম

অনলাইন সংস্করণ

পাংশায় বিকাশ বাহিনীর ৫ সদস্য গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর পাংশায় গ্রাম পুলিশ মোঃমনিরুল শেখকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় বিকাশ বাহিনীর ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানা, পাংশা থানা ও কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন-কুষ্টিয়ার খোকসা থানার শেখপাড়া বিহারিয়া গ্রামের মো. সাব্বির মন্ডল (২৪), রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের মো. জীবন মোল্লা (২৫), চর কলিমহর গ্রামের মো. সোহেল মন্ডল (৩৪), মো. সোহেল মন্ডল (৩২), দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের মো. তালেব মোল্লা (২২)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, সন্ত্রাসী বিকাশ বাহিনীর প্রধান বিকাশ ভারতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দেওয়া কলিমহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃমনিরুল শেখকে সন্ত্রাসীরা বাম পায়ের গোড়ালীতে ও বাম হাতে গুলি করে রক্তাক্ত জখম ও হত্যাচেষ্টা করে। ওই ঘটনায় পরে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী অফিসার এসআই তারিকুল ইসলাম বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানা, পাংশা মডেল থানা ও কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় অভিযান করে। ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই ২০২৪ ইং তারিখ রাত অনুমান ১১:৪৫ ঘটিকার সময় পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ মনিরুল শেখ (৩৫)কে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাম পায়ের গোড়ালীতে ও বাম হাতে গুলি করে গুরুতর রক্তাক্ত জখম ও হত্যার চেষ্ঠা করে। এ সংক্রান্তে অজ্ঞাতনামা ১০/১২ জন দুষ্কৃতিকারী আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা হয় । মামলা নং-০৬।

 

মন্তব্য করুন