পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ১১:৪১ পিএম

অনলাইন সংস্করণ

পাইকগাছায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্ট'র ত্রাণ বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শ্যামল সিংহ রায়, ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, অর্থ ও প্রশাসন মোনালিসা রুপা, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল। 

বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রোগ্রাম এসোসিয়েট রুমানা ইয়াসমিন মৌ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড় ও জোবায়ের হোসেন রুবেল। 

অনুষ্ঠানে গ্রামীণ ফোনের সহযোগিতায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ১২০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন, স্লিপিং ম্যাট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন