জুয়েল সাদত, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ফ্লোরিডা বইমেলা ২০ ও ২১ জুলাই

ছবি: রূপালী বাংলাদেশ

ফ্লোরিডা ৫ম বইমেলা আগামী ২০ ও ২১ জুলাই। সফল ৪ টি বইমেলার পর এবারের ৫ম বইমেলা নিয়ে বই পিপাসুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ।

এবারের ফ্লোরিডা বইমেলার অন্যতম উদ্যেক্তা আনোয়ারুল হক দিপু জানান, ঢাকা ক্লাবের আয়োজনে এবারের  ৫ম বইমেলাকে ২ দিনের অনুষ্ঠানে সাজানো হয়েছে। থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, বাংলা সাহিত্যের একাল সেকাল বিষয়ক সেমিনার, নাটক, চলচিত্র প্রদর্শনী, শিশু কিশোর মেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের বইমেলার সহযোগীতায় থাকছে, বাংলাদেশ কনসুলেট মায়ামী। মায়ামী কনসুলেট এর হল রুমে বইমেলা অনুষ্ঠিত হবে। 

বইমেলার সমন্বয়ক জুয়েল সাদত জানান, আপাতত ৪ টি প্রকাশনী অংশগ্রহণ করবে। তবে যে কেউ বই নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আরো অনেকগুলো প্রকাশনীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

“বই হউক জীবনের অংশ”, ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার বইমেলায় উত্তর আমেরিকার সকল কবি সাহিত্যিক, প্রকাশক ও প্রকাশনীকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন ঢাকা ক্লাবের সভাপতি মিম খান। বইমেলা অনুষ্ঠিত হবে-কনসুলেট জেলারেল অব মায়ামী 760 NW 107 th avenue Ste : 320 Miami  Florida 33172 এর হল রুমে। প্রকাশনী হিসাবে থাকবে নালন্দা, অন্যয়, প্রকাশ, মুক্তধারা, প্রথমা, কালের চিঠি। 

কবি ও লেখক যারা থাকবেন-হুমায়ুন কবির ঢালি, হাসান ফেরদৌস, ডঃ জতিব প্রকাশ দত্ত।

যে কোন তথ্যের জন্য যোগাযোগ: আনোয়ারুল হক দিপু-561 313 4187, জুয়েল সাদত 407 832 2882 ।

মন্তব্য করুন