রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০৪:০০ পিএম

অনলাইন সংস্করণ

বসুন্ধরায় এসি বিস্ফোরণ, একে একে ৪ জনেরই মৃত্যু

ছবি: সংগৃহীত

বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ রুকসি আক্তার (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ একে একে চারজনেরই মৃত্যু হলো।

রোববার (১৬ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসি।

সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার জন্য ঢাকায় এসে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, বসুন্ধরা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী-শিশুসহ চারজন আমাদের এখানে এসেছিলেন।

তিনি বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুকসির। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তার ছেলে আয়ান, তার বোন ফুতু আক্তার, তার বাবা আব্দুল মান্নানও মারা গেছেন।

তাদের গ্রামে বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। তারা ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলেন।

 

মন্তব্য করুন