ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৩:১২ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করল পিসিবি

ছবি: সংগৃহীত

আগষ্ট মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজসহ ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে।

আগামী ২১ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। সর্বশেষ ২০২০ সালে টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনা মহামারির কারণে মাত্র একটি টেস্ট হয়েছিল।

সূচি চূড়ান্ত হওয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। ড্র হয়েছিল মাত্র একটি টেস্ট। ২০২১ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয়নি এই দুই দল। 

 

মন্তব্য করুন