মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ০২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

মাদারীপুরে চাচাকে হারিয়ে জয়ী শাজাহান খানের ছেলে

ছবি: রূপালী বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মাদারীপুর সদরে চেয়ারম্যান পদে আসিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। তাঁর চাচা পাভেলুর রহমান খানকে ১৪ হাজার ২৯২ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। আসিবুর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে।

জয়ী আসিবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৫৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে চাচা পাভেলুর রহমান খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট। পাভেলুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাজাহান খানের চাচাতো ভাই। গতকাল বুধবার ভোট গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন এই দুজন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা নাননী খান।

পাভেলুর রহমান খান একসময় তাঁর ভাই শাজাহান খানের সঙ্গেই রাজনীতি করতেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পাভেলুর রহমান ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাদারীপুর সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে শাজাহান খানকে মনোনয়ন দেওয়া হয়। এরপর একবার কিছুদিনের জন্য দুই ভাই কাছাকাছি এসেছিলেন। তবে কয়েক বছর ধরে দূরত্ব দেখা দিয়েছে। একই পরিবারের অংশ হলেও পাভেলুর রহমান এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অনুসারী হিসেবে পরিচিত।

মাদারীপুরের রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে শাজাহান খানের দ্বন্দ্ব রয়েছে। বাহাউদ্দিন নাছিমের অনুসারী হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে পাভেলুর রহমানকে সমর্থন দেওয়া হয়। অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগের একাংশ আসিবুর রহমানকে সমর্থন দিয়ে প্রচার চালায়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ প্রকাশ্যে এসেছিল।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভূঁইয়া জয়ী হয়েছেন। তালা প্রতীকে তিনি পেয়েছেন ৬০ হাজার ১০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এম মনিরুজ্জামান আক্তার উড়োজাহান প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ২০৪ ভোট। ১২ হাজার ৯০১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মনিরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ফারিয়া হাসান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনীন ফুটবল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৯০ ভোট।

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আসিবুর রহমান খান, ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারিয়া হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল গেজেট করতে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হবে। পরে তা প্রকাশ করা হবে।

 

মন্তব্য করুন