মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে সাংবাদিক কর্মশালা

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের আওতায় "ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্রেকটিস" শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মসূচি শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। 

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের আয়োজনে এতে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের ৩৫ জন সংবাদকর্মী।

কর্মশালায় শিশু অধিকার সনদ, মাতৃ মৃত্যুসহ টেলিভিশন রিপোর্টিংয়ের বিভিন্ন কলা-কৌশলের উপে আলোকপাত ও উপস্থাপনা করা হয়। পরে অংশনেওয়া সংবাদকর্মীদের সনদপত্র প্রদান করা হয়।

দুইদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম, গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা।

কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।

মন্তব্য করুন