মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ১১:২৬ পিএম

অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কিশোর নিহত

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাদ্দাম হোসেন (১৩) নামে এক বাংলাদেশী কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এঘটনায় আরও এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হলো- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৩) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া জানান, বিএসএফের সদস্যরা সাদ্দাম ও ছিদ্দিককে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। তবে কী কারণে বিএসএফ তাদের উপর গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার গনমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি বিএসএফ এর সাথে রয়েছেন। নিহতের মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন