রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৪, ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

রাঙামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭ জন

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যুসহ ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম গ্রামে এঘটনা ঘটেছে। গৃহিনী মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়।

বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার স্বজনেরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম বাহারজান (৫৭) । বাঘাইছড়িতে ২ নারী ও রাঙামাটি সদরে এক পুরুষ বজ্রপাতে মারা গেছে।

এদিকে ওই সময়ে উপজেলার বড়াদম গ্রামে স্বপন চাকমার দোকানে বসা অবস্থায় বজ্রপাতের ফলে ৭ ব্যক্তি গুরুতর আহত। আহতরা হলেন একই গ্রামের মৃত বিদ্যুৎ কান্তি চাকমার ছেলে তরুণ চাকমা (৪৫), রুপময় চাকমার স্ত্রী তৃণা চাকমা (৩৬), কামিনী রঞ্জন চাকমার ছেলে রবীন্দ্রনাথ চাকমা (৬২), জ্ঞান চন্দ্র চাকমার ছেলে সুষম লাল চাকমা (৪৮), কান্যারাম চাকমার ছেলে অক্ষয় মণি চাকমা (৩৬), সুখময় চাকমার ছেলে পাত্থর চাকমা (৫২) ও নিহার বিন্দু চাকমার ছেলে অমর জ্যোতি চাকমা (৪৫)। আহত ব্যক্তিরা সবাই বাঘাইছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বজ্রপাত দুর্ঘটনায় উপজেলার বটতলী গ্রামে আজিজ নামের এক ব্যক্তির একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সাজেকের বেটলিং মৌজার লংথিয়ান পাড়ায় তোনিবালা ত্রিপুরা (৩৭) নামে নারী বজ্রপাতের আঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যােগ নেয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসতিয়াক আহম্মদ মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বড়াদম বজ্রপাতে ২নারী মারা গেছে। এছাড়াও একই এলাকায় বজ্রপাতে ৭জন আহত হয়েছে। বটতলী গ্রামে একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। থানা থেকে একটি পাঠানো হয়েছে তারা ফিরে আসলে আরো বিস্তারিত জানা যাবে।

অপর দিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বকশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় নজির আহম্মদ (৫০) নামের এক ব্যক্তি ।

বজ্রপাতে দুর্ঘটনার সাথে সাথে বৃদ্ধকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন