রাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৪, ০৩:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

রাবিতে ফ্রী'তে শরবত খাওয়াচ্ছেন 'উৎফুল্ল' নামের সংগঠন

ছবি: রূপালী বাংলাদেশ

তীব্র তাপে অতিষ্ঠ জনজীবন।তাপের পরিমান এতটাই বেশি যে,অল্প কিছুক্ষণ রোদে হাটলে শরীর গরম হয়ে যায়। এই অসহনীয় তাপমাত্রার মধে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশাচালক,ভ্যানচালক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামুল্যে শরবত খাওয়াচ্ছেন উৎফুল্ল নামের এক সংগঠন। 

মঙ্গলবার (৩০এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটে পুলিশ বক্সের সামনে  প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামুল্যে শরবত  খাওয়াচ্ছেন।" উৎফুল্ল মনে সবার আলিঙ্গনে তীব্র গরমে একটুখানি তৃষ্ণা মেটানোর প্রচেষ্টা "এই পোষ্টারে তারা কার্যক্রম চালাচ্ছে।

সংগঠনের সদস্য মো. আবির বলেন,এই তীব্র গরমে মানুষের অধিক পরিমান পানি পান করা জরুরি। আমরা সংগঠনের  বন্ধুরা মিলে ভাবলাম  যদি তাদের স্যালাইন পানি খাওয়ানো যায় তাহলে তাদের কষ্টটা একটু কমবে।এই চিন্তাভাবনা থেকেই আমাদের এই কার্যক্রম। 

মুলত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সহ আরো কিছু কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ মিলে উৎফুল্ল নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।এর আগে রাবি কাজলা গেট, মেইনগেট সহ বিভিন্ন যায়গাগ সাধারন পথচারীদের মাঝে তারা বিনামুল্যে এই শরবত বিতরন করেন।তাছাড়া রোজার সময় গরীবদের বিনামুল্যে ইফতারি করানো সহ ইদের সময় বিনামুল্যে ইদ সামগ্রি বিতরণ  করেন।  তাদের  এই কার্যক্রমে সাধারন মানুষ খুশি।

মন্তব্য করুন