সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

সাভারে তেলের লরি উল্টে অগ্নিকাণ্ডে নিহত ২, দগ্ধ ৯

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় একটি তেলের লরি উল্টে অন্তত ৫টি গাড়িতে আগুনের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। এর আগে ভোর ৫ টা ৩৮ মিনিটে হেমায়েতপুর এলাকার জোরপুলে এ ঘটনা ঘটে। 

মৃতদের মধ্যে একজনের নাম ইকবাল হোসেন। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার বাসিন্দা। ও অপর জনের নাম মো. নজরুল ইসলাম। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। 

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫:৩৮ মিনিটে লরি উল্টে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুনের তীব্রতা বেশী থাকায় পরে হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকার দুইটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়। সকাল ৫:৩৮ থেকে ৭ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। লরির আগুন ছড়িয়ে ৪ টি ট্রাক ও একটি প্রাইভেটকারও পুড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও ৯জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, সকালে সাভারে লরি উল্টে অগ্নিকান্ডের ঘটনায় আমাদের হাসপাতালে ৯ জন দগ্ধ রোগী এসেছেন।

তাদের মধ্যে নজরুল ইসলাম নামের একজন হাসপাতালে আসার আগে পথিমধ্যেই মারা গেছেন। তিন জনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। বাকিদের তুলনামুক কম পুড়ে গেছে। তবে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুনেছি দগ্ধ আরও অনেকেই অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছি। ৯জন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এবিষয়ে সাভার হাইওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই বাবুল আক্তার বলেন, সকালে লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এসময় ২জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের যে অবস্থা তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য করুন