সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০১:১২ পিএম

অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো বাসন্তী পুজা

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে দর্পন বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বাসন্তী পুজা। রবিবার মহাষষ্ঠীর ঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয়ে পাচ দিন পূজা অর্চনা শেষে আজ সকালে দর্পন বৃসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বাসন্তী পুজা। বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে উৎসবে মেতে উঠে সনাতনধর্মাবলম্বীরা। পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় খেলা হয় সিঁদুর খেলা।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের যুগল কিশোর মন্দির, সলঙ্গার দ্বীনবন্ধু ভট্রাচার্যের বাড়িতে দশমীর পুজা অর্চনা করতে ভক্তবৃন্দদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

এসময় পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করেন পুজা দিতে আসা ভক্তরা। 

গোবিন্দ ভট্রাচার্য নামের এক ভক্ত জানান, প্রতি বছরের ন্যায় এবারও মা আমাদের মাঝে এসেছেন। মায়ের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল জীব ভালো থাকুক।

রিংকু ভট্টাচার্য নামের আরেক ভক্ত বলেন, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই সুস্থ থাকুন। পৃথিবীর সকল অশনি শক্তির পরাজয় হোক।

রাজশাহী থেকে আশা ভক্ত তন্নি ভট্টাচার্য বলেন, রাজশাহী থেকে মায়ের পুজা দিতে এসেছি। আজ দশমী যদিও মন খারাপ। তারপরও দেবীর কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। সবাই সুখী হোক।

সলঙ্গা পুজা কমিটির সভাপতি ও মন্দিরের প্রধান পুরোহিত দ্বীনবন্ধু ভট্টাচার্য বলেন, আমাদের শত বছর ঐতিহ্যর পুজা এই বাসন্তী পুজা। বসন্ত কালে দেবী দূর্গার পুজা করা হয় বলে একে বাসন্তী পুজা বলা হয়। পাচ দিন পুজা অর্জনার পর আজ বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো বাসন্তী পুজা। দেবীর কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল জীব সুখ শান্তিতে থাকুক।

মন্তব্য করুন