শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০২:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

কোস্টগার্ড মহাপরিচালক

সীমান্তে আর কোন অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না

রিয়ার এডমিরাল মীএরশাদ আলী, মহা-পরিচালক, কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্র সীমানায় জনবল বৃদ্ধি ও টহল জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

সীমান্ত সুরক্ষিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে আমরা সতর্ক আছি।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের টেকনাফে নৌ টহল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে ফরেন পলিসি দিয়ে গেছেন সেটা হচ্ছে কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সুসম্পর্ক বজায় রাখব। আমরা কারও সঙ্গে কোনো বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষণাবেক্ষণ করে চলতে চাই। মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

তিনি আরো বলেন, বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি বাড়ানো হয়েছে। বিষযটি আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

একটি হেলিকপ্টার ও উন্নত মানের নৌ যান কেনার পরিকল্পনা করছি।এটি দ্রুত সময়ে বাস্তবায়ন হবে। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটতে দেয়া হেব না। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মন্তব্য করুন