রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ১১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়ায় প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এ সমস্যা দেখা দেয়। ফলে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে আজ সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।

এদিকে মেট্রোরেল স্টেশনে মাইকিং করে জানানো হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন ২০ মিনিট পরপর চলবে। কিন্তু কারওয়ান বাজার স্টেশনে ৩০ মিনিট অপেক্ষা করেও ট্রেনের দেখা পাওয়া যায়নি বলে জানান লতিফুল ইসলাম নামে এক যাত্রী।

এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর তা স্বাভাবিক হয়।

মন্তব্য করুন