বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশ নিহতে বাহিনীর কোন গাফিলতি থাকলে তদন্তে বেরিয়ে আসবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: রূপালী বাংলাদেশ

পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনার মূল মোটিভ কি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ বাহিনীর কোন গাফিলতি আছে কি-না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। কি কারন থাকতে পারে এমন আচরনের? ইচ্ছাকৃত, না পারিবারিক ঝামেলা থেকে এমন  করেছে, তা তদন্তের পরই জানা যাবে।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় অনেক প্রশ্নই সামনে এসেছে।

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা কারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের। যেহেতু এ নৃশংস ঘটনা বা হত্যাকান্ড তাদের দেশে হয়েছে, তাই বিচারের দায়িত্ব তাদের।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় চুক্তি আছে, তাই তারা মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

ভারতে উদ্ধার হওয়া হাড়গোড় এবং মাংশের টুকরা'র বিষয়ে প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এমপি আনারের মরদেহ কি না।

 

মন্তব্য করুন