ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৪ সালের লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন নতুন প্রেসিডেন্টকে চেইন হস্তান্তর করেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত চেইন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং অন্যান্য জাতীয় কমিটির নেতৃবৃন্দ।

চেইন হস্তান্তরের পর অনুষ্ঠিত হয় জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৫ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম), যেখানে চ্যাপ্টারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন বলেন, ‘আমরা সারাদেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

জেসিআই, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন, বর্তমানে ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং সারাবিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি। বাংলাদেশে বর্তমানে ৩৫টিরও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে এবং জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো চ্যাপ্টার হিসেবে পরিচিত।