মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদাণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:৫৫ পিএম

মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদাণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

ছবি: রূপালী বাংলাদেশ

মেধা পরীক্ষায় স্থান করে নেওয়া ১৫২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর উত্তরাঞ্চল। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ-উল্লাসময় উৎসবে বিভিন্ন শ্রেণীর ২১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে, ১৮ জনকে এ গ্রেডে, ১৬ জনকে বি গ্রেডে, ৩৪ জনকে সি গ্রেডে এবং ৬৩ জন শিক্ষার্থীকে ডি গ্রেডে বৃত্তি দেওয়া হয়েছে। 

শীতের সকালে রাজধানীর বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের  শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। বিপুল উদ্দীপনার এই আয়োজন ক্রমেই আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উত্তরাঞ্চলের সভাপতি মুফতি শাহ আলম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমূখি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বরেণ্য সাংবাদিক এস এম আবুল হোসেন, ২৪ঘণ্টা টিভির সম্পাদক আরিফ সোহেল, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা ড. ইসরাত নাসিমা হাবীব এবং সংগঠনের সাধারণ  সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস আহমেদ খান।

প্রধান বক্তা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতা হিসেবে প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা ডক্টর ইসরাত নাসিমা হাবীব বলেন, শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে। তাদেরকে আন্তরিকভাবে সময় দিতে হবে। অন্যান্য বক্তারা শিশুদেরকে অপ্রয়োজনে ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল, ল্যাপটপ কম্পিউটার থেকে দূরে রাখার জন্য পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোহাম্মদ মিরাজ হুসাইন,আব্দুল মাজেদ সরকার,মোহাম্মদ সোহাগ মিয়া সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি উপহার তুলে দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!