বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

চবির ভর্তিযুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১২:১১ পিএম

চবির ভর্তিযুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫৫ জন। মোট আসন সংখ্যা ৪ হাজার ৯২৬।

শনিবার (১ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এ বছর দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো ভর্তি পরীক্ষা। এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তির জন্য লড়বেন ৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার জন্য বিশেষ শাটল সূচি: নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার ৪ দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। যা গত বছরে ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আরবি/এসআর

Link copied!