জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ভিসিসহ ৩৯ জনের মামলা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) উত্তরা পূর্ব থানায় তাদের নামে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. জুনাইদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
আহত শিক্ষার্থী মামলায় উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হারনুর রশীদ, প্রফেসর ড. মো: সলিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৩৯ জনের নাম।