ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৩৪ পিএম

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদে মিলাদুন্নবী উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই সেপ্টেম্বর) রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-১৪৪৬ হিজরী উদযাপন করা হবে।

দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

পরে ঐদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে পুরষ্কারের ব্যবস্থা থাকবে।

পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

আরবি/এফআই

Link copied!