ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
ঢাকা বোর্ড

এইচএসসির ১ লাখ ৮০ হাজার খাতা চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১০:৪৪ এএম

এইচএসসির ১ লাখ ৮০ হাজার খাতা চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয় গত ২২ অক্টোবর।  আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।

গত বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছিলেন ১৪৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন ১৩৪ জন। আর গ্রেড পরিবর্তন হয় ৯১৩ শিক্ষার্থীর।

 

আরবি/জেআই

Link copied!