ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে চলতি মাসেই উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১১:৪৬ এএম

বাংলাদেশে চলতি মাসেই উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক

ছবি: রুপালী বাংলাদেশ

‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১৮-২৪ নভেম্বর ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ এর আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪।

চলতি বছর, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক (১৮-২৪ নভেম্বর) বিশ্বের ২০০টি দেশ জুড়ে উদযাপিত হবে, যেখানে ৪০,০০০ এর বেশি ইভেন্ট এবং দশ মিলিয়ন মানুষ এই উদযাপনে অংশ নেবে।

বাংলাদেশে, গ্লোবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক-বাংলাদেশ (এঊঘ বাংলাদেশ) ৫০টিরও বেশি অংশীদার সংস্থার সাথে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবকদের প্রভাবিত করবে।

গতকাল রোববার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস্ এন্ট্রাপ্রিনিউিরস এর সভাপতি ড. রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

এই বছরের প্রতিপাদ্য ‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’ যা বাংলাদেশের সকল নতুন ও বর্তমান উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। এঊঘ বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বছরের গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরমীপ উইক উদযাপনের জাতীয় হোস্ট হিসাবে প্রতিটি উদ্যোক্তাকে তাদের পথে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদ সম্মেলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ব্যবসায়িক চেম্বার, পেশাগত সংগঠন, যুব সংগঠন এবং ক্লাবগুলোকে এই উদ্যোক্তা যাত্রা উদযাপন করার এবং বাংলাদেশের উদ্যোক্তাদের দৃঢ়তার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়।

 

আরবি/জেআই

Link copied!