ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভালোভাবে চলে না: গণশিক্ষা উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:৪৩ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভালোভাবে চলে না: গণশিক্ষা উপদেষ্টা

ছবি, সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভালোভাবে চলে না বলে মন্ত্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ঝরে পরেছে কোভিডের সময়টায় বেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কোভিটের সময় সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও অন্যান্য বিদ্যালয় খোলা ছিল। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়ের একটা বিষয় রয়েছে, যারা সরকারি চাকরি করেন, তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে আনা-নেওয়ার সময়ের সঙ্গে নিজেদের অফিস টাইম মেলে না। ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, সরকারি বিদ্যালয়গুলোতে আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি বিদ্যালয় ভালোভাবে চলে না। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!