ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

মাধ্যমিকে ভর্তির ডিজিটাল লটারি শুরু মঙ্গলবার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:৩৭ পিএম
ফাইল ছবি

সারা দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভর্তি নিশ্চিত করা হবে। দেশের মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের জন্য এ লটারি প্রযোজ্য হবে।