ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কার্যনির্বাহী কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:১৮ পিএম

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কার্যনির্বাহী কমিটি

সভাপতি মোহাম্মদ মামুন শিবলী ও সাধারন সম্পাদক মু. তানভীর হাসান রুমান। ছবি: রূপালী বাংলাদেশ

বুধবার ২০২৫-২৬ মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি পদে মোহাম্মদ মামুন শিবলী, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাধারণ সম্পাদক পদে মু. তানভীর হাসান রুমান, মুখ্য সচিব এর একান্ত সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত ৩ জন হচ্ছেন, সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও, মো. আব্দুর রাফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা, ফারহানা জাহান উপমা, সিনিয়র সহকারী সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাজমুস সাকিব, প্রথম সচিব, বাংলাদেশ সহকারী হাই কমিশন, বার্মিংহাম, ইউ.কে, এস.এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বান্দরবান, মো. আতিক এস. বি. সাত্তার, সিনিয়র সহকারী সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (শিক্ষা), জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সামিউল আমিন, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সহ-সাংগঠনিক সম্পাদক পদে- প্রবীর কুমার রায়, সিনিয়র সহকারী সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (শিক্ষা), জনপ্রশাসন মন্ত্রণালয় , মো. খালিদ হাসান, সিনিয়র সহকারী সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, নাইমা আফরোজ ইমা, সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয়, কোষাধ্যক্ষ পদে বশির আহমেদ, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সহ-কোষাধ্যক্ষ পদে জেতী প্রু, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাজীপুর, প্রচার সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, প্রথম সচিব (শ্রম), বাহরাইন, প্রকাশনা সম্পাদক পদে মো. হাসিব সরকার, সিনিয়র সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, কল্যান সম্পাদক পদে মো. সাইফুদ্দিন গিয়াস, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্রীড়া সম্পাদক পদে মো. ফজলুর রহমান, ম্যানেজার, সরকারি যানবাহন অধিদপ্তর, সাংস্কৃতিক সম্পাদক পদে হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ শোয়েব, সহকারী প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস রাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইন বিষয়ক সম্পাদক পদে খালেদা খাতুন রেখা, উপপরিচালক, বাস্তবায়ন, পরিবীক্ষণ, ও মূল্যায়ন বিভাগ, উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী সচিব ( সংযুক্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সম্পাদক পদে এ কে এম সাইফুল আলম, চেয়ারম্যান এর একান্ত সচিব, দুদক, আইসিটি সম্পাদক পদে দেওয়ান মওদুদ আহমেদ, সিনিয়র সহকারী প্রধান, পরিকল্পনা বিভাগ, কর্মসূচি পরিকল্পনা সম্পাদক পদে মো. জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নারায়নগঞ্জ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. সায়েদ ইকবাল, সিনিয়র সহকারী সচিব, RRRC অফিস, মো. আব্দুল ওয়ারেছ আনসারী, উপপরিচালক, বাস্তবায়ন, পরিবীক্ষণ, ও মূল্যায়ন বিভাগ, সাজিয়া আফরোজ, সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ, এস এম মুনিম লিংকন, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মো. জিয়াউল হক মীর, সিনিয়র সহকারী সচিব, জননিরাপত্তা বিভাগ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ৩১তম বিসিএস (প্রশাসন) ব্যাচ ১৫ জানুয়ারি, ২০১৩ সাল হতে ১২ বছর যাবত সিভিল সার্ভিসে দায়িত্ব পালন করে আসছে।

আরবি/জেডআর

Link copied!