চলতি বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পরিবর্তণ হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, কারিকুলামে পরিবর্তন এনে শিক্ষাকে যুগপোযোগী করা হবে। পাশাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও চালু করা হয়েছে।
শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বেসরকারি কলেজে গভর্নিং বডি তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে জোর লবিং করতে হয়। কিন্তু এটা কেন? কি লাভ গভর্নিং বডিতে থেকে। এসব কারনে গভর্নিং বডির সভাপতি পদ তুলে দেয়ার চিন্তা ভাবনা চলছে। শুধু তাই নয় কলেজগুলোতে শিক্ষকদের মধ্যে দলাদলি রয়েছে। রাজনীতি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় আকাশ থেকে গুলি কওে ছেলে-মেয়েদের মারা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আকাশ থেকে গুলি করে আমাদের ছেলে মেয়েকে মারা হয়েছে। তাদের কি অপরাধ ছিলো যে, তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে।
ক্ষমতার জন্য, কিন্তু সে ক্ষমতায়ও তারা টিকতে পারলো না। প্রধানমন্ত্রীর সাথে তার ৩শ এমপিও পালালো। এমনকি বায়তুল মোকারমের খতিবও পালিয়েছে। এসব নিয়ে তাদের লজ্জা হওয়া উচিত।
অতীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব পালিয়ে গেছে। ওরা চেয়ারের তোয়ালে পর্যন্ত নিয়ে গেছে। অনেক কষ্ট করে রাতভর কাজ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গতি নিয়ে এসেছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন আনা হবে। চালু করা হবে বাধ্যতামূলক ট্রেড কোর্স। কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মাযহারুল ইসলাম ও গোলাপ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খন্দকার আশারাফুল মুবিন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েদ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, কলেজে সাবেক অধ্যক্ষ খন্দকার মো. আব্দুল ওয়াহিদ সারওয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ, অ্যাডভোকেট আবেদ রাজা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক সেলিম আহমেদ ও জাহিদ হাসান ছামাদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :